• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৩:৪৫ পিএম
সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
সৈয়দা সাজেদা চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় উপাচার্য শোক প্রকাশ করেন।

শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাতি একজন অভিভাবককে হারালো। বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকার পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞায় দেশ-জাতি সমৃদ্ধ হয়েছিল। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তিনি কর্মগুণে অমর হয়ে থাকবেন।

উপাচার্য প্রয়াত সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সৈয়দা সাজেদা চৌধুরী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

Link copied!