• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

স্টেকহোল্ডারদের অংশগ্রহণে শাবিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৩:১৬ পিএম
স্টেকহোল্ডারদের অংশগ্রহণে শাবিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অবহিতকরণ সভার ছবি। প্রতিনিধি

স্টেকহোল্ডারদের অংশগ্রহণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় প্রশাসনিক ভবনের এক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘এপিএ’র ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কর্মপক্রিয়া একটি সমন্বিত কর্মপ্রক্রিয়া। সারা বছরের সকল বিভাগ ও দপ্তরের সকল কার্যক্রম ত্রৈমাসিক ভিত্তিতে নিদিষ্ট সময়ের মধ্যে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে উপস্থাপন করতে হয়। আজকে যারা এখানে উপস্থিত  আছেন আপনাদের উপরই আমাদের তথ্যের হালনাগাদ  নির্ভর করে। এ বছর আমরা আপনারদের সহযোগিতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে বাংলাদেশেী সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জন করেছি। আগামী বছরেও আমরা আরও ভাল অবস্থান সৃষ্টি  করতে আপনাদের সঠিক সময়ে কাজের প্রমানক সহ তথ্য চাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!