বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসির একটি পরীক্ষা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। গত ১০ জুলাইয়ের ওই পরীক্ষা স্থগিত হয়ে যায়।
রোববার (২০) জুলাই বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বৃহত্তর কুমিল্লার কয়েকটি জেলা প্লাবিত হতে থাকে। তার মধ্যে ফেনী ও নোয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বন্যার পরিস্থিতি অবনতি হতে থাকলে গত ১০ জুলাইয়ের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়। রোববার স্থগিত হওয়া সেসব বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে শিক্ষা বোর্ড।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, “বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”