• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

জাবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৩:৩৯ পিএম
জাবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অনুষ্ঠানে বক্তব্য ‍দেন উপাচার্য ড. মো. নূরুল আলম। ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ‍‍‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)‍‍ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল ১০টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা-গবেষণা এবং অন্যান্য সব ক্ষেত্রে এগিয়ে নিতে চাই। এই লক্ষ্য অর্জনে অ্যাক্রেডিটেশনের শর্ত হিসেবে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করতে হবে।”

উপাচার্য এ ক্ষেত্রে প্রথাগত সিলেবাসের পরিবর্তে আউটকাম বেজ শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে যোগ্য ও দক্ষ মানবসম্পদ সৃষ্টির পাশাপাশি বিশ্ব র‍্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উচ্চতায় পৌঁছাবে।

এ সময় তিনি কর্মশালাটি সকলের জন্য ফলপ্রসূ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। এ ছাড়া আইকিউএসি‍‍র পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কর্মশালার মুখ্য আলোচক খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অ্যাক্রেডিটেশনের সাবেক সদস্য ড. সঞ্জয় কুমার অধিকারী।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় সভাপতি এবং প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট প্রধানরা অংশ নেন।

Link copied!