• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন আরও ৮০ সহকারী শিক্ষক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ১০:৪৪ এএম
প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন আরও ৮০ সহকারী শিক্ষক
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে আরো ৮০ জন পদোন্নতি পেলেন। পদোন্নতি প্রাপ্তরা মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। সারাদেশে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির অংশ হিসেবে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা গেছে।

পদোন্নতি প্রাপ্তদের তালিকায় মিরপুর উপজেলার ৪৯ জন ও ভেড়ামারা উপজেলার ৩১ জন সহকারী শিক্ষক রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান শিক্ষক পদে এক বছর শিক্ষানবিশ হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকরা বিবেচিত হবেন। এসময় তাদের আচরণ সন্তোষজনক হলে তাদের চাকরি স্থায়ী হবে। আর তা না হলেও কর্তৃপক্ষ তাদের সহকারী শিক্ষক পদে ফেরত পাঠাবে। পদোন্নতি প্রাপ্তদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে কুষ্টিায়ার জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগদান করতে হবে। যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একইসঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে।


পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!