বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) পরীক্ষা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ‘ঘ’ ইউনিটের ১০৪৮ জন পরীক্ষার্থী। সর্বমোট ১ হাজার ১৬৭ জন আবেদন করলেও অনুপস্থিত ছিলেন ১১৯ পরীক্ষার্থী।
শনিবার (১১ জুন) শাবিপ্রবিতে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
মো. আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ১ হাজার ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ হাজার ৪৮ জন শিক্ষার্থী যা মোট শিক্ষার্থীর ৮৯.৮০ শতাংশ এবং ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি।
বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতে গত ৩ ও ৪ জুন যথাক্রমে ‘গ’ ও ‘খ’ ইউনিটের এবং গতকাল ১০ জুন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।




































