• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

কুবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২২, ০১:২০ পিএম
কুবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৬তম বছর অতিক্রম করে ১৭তম বছরে পা দিয়েছে। এ দিবসকে উদ্‌যাপনের জন্য প্রশাসনের আয়োজনে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২২’ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৮ মে) শোভাযাত্রার মাধ্যমে এ দিবসটি উদ্‌যাপন শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জাদুঘর পর্যন্ত ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে পায়রা অবমুক্ত করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ আয়োজনের অংশ হিসেবে কেক কাটা হয়।

সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, “আমরা অনেকেই জানি না বিশ্ববিদ্যালয় মানে কী? একজন শিক্ষার্থীর কাজ একাডেমিক এক্সারসাইজ করা, একজন শিক্ষকের কাজ একাডেমিক এক্সারসাইজ করা। ‘অমুকের চামড়া তুলে নেব আমরা’—এটা কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাজ হতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ের এক্সারসাইজ হবে আমরা কীভাবে জ্ঞান বাড়াতে পারি। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বের দরবারে দাঁড়াতে পারে। আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশ তৈরি করার জন্য।”

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!