• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
এইচএসসি পরীক্ষা

রাজশাহী বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ২১৫৮ শিক্ষার্থী


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৭:১৫ পিএম
রাজশাহী বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ২১৫৮ শিক্ষার্থী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দুই হাজার ১৫৮ শিক্ষার্থী অনুপস্থিত।

রোববার (৬ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানান।

আরিফুল ইসলাম বলেন, “রোববার রাজশাহী শিক্ষাবোর্ডে ২০১টি কেন্দ্রে একযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট এক লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ২৪ হাজার ৯৫৫ জন। অংশ নেয়নি দুই হাজার ১৫৮ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ।”

তিনি বলেন, “প্রথম দিন সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল রাজশাহীর ৪০ কেন্দ্রে ৪৬০ জন। এছাড়া সিরাজগঞ্জের ৩০ কেন্দ্রে ৩৬৩, নওগাঁর ২৬ কেন্দ্রে ২৭৯, পাবনার ২৬ কেন্দ্রে ২৪৩, বগুড়ার ৩২ কেন্দ্রে ২৯১, নাটোরের ২০ কেন্দ্রে ২৩৮, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ২২০ এবং জয়পুরহাটের ১২ কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী।”

তিনি আরও বলেন, “রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৯ হাজার ২৫ জন। এরমধ্যে ছাত্র ৬৮ হাজার ৩৬ এবং ছাত্রী ৬০ হাজার ৯৮৯ জন। এবার বিজ্ঞান শাখায় ৩৪ হাজার ৬ জন, মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ৩৮৭ শিক্ষার্থী রয়েছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!