• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৫:২৭ পিএম
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

সম্প্রতি কুমিল্লায় পূজামণ্ডপে ধর্মগ্রন্থ কোরআন অবমাননার জেরে সারা দেশে মন্দির, মণ্ডপ ও বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পৃথকভাবে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সেই নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করে দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা যে বিভাজনের সৃষ্টি করেছে, তার চূড়ান্ত রূপ ইসলাম ধর্মকে অবমাননার চক্রান্ত।

তারা আরও বলেন, গতকাল রংপুরের পীরগঞ্জে যে বিভীষিকা দেখেছি, সেই সঙ্গে কয়েকদিন ধরে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জড়িত সবাইকে চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

এছাড়া দেশে চলমান এমন সহিংসতার প্রতিবাদে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

Link copied!