• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৮:০৩ পিএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গফরগাঁও সাহিত্য সংসদের উদ্যোগে শুক্রবার (২৫ মার্চ) বিকালে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ‘মহান মুক্তিযুদ্ধে সাহিত্য-সংস্কৃতিকর্মীদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক রেজাউল কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট সাইফুস সালেহীনের পরিচালনায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন : চিত্রশিল্পী লুৎফর রহমান আরজু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকির এ. মতিন, প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাশার। অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ করেন কবি সোহেল রানা, কবি আব্দুল কাদির।

Link copied!