• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৭:০৭ পিএম
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

জামালপুরের বকশীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে  উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতাপ নন্দী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিন উল হক, ধানুয়া কামালপুর বিজিবি কবেদনা মান্ডার নায়েব সুবেদার সৈয়দ আলীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভার শুরুতে  বকশীগঞ্জ উপজেলার রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ নিরসনে প্রশাসনের গুরুত্ব এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও মুনমুন জাহান লিজা।

Link copied!