বগুড়ায় পর্নো ভিডিও তৈরির সরঞ্জামাদি জব্দ এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১২ হেড কোয়ার্টারের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন নওগাঁর কালিগ্রামের মৃত হাবিবুর রহমান মণ্ডলের ছেলে আতাউর রহমান ওরফে রানা (৪০), চট্টগ্রামের কোটবাড়ী এলাকার আতাউর রহমানের স্ত্রী রুম্পা আক্তার (২৪), বগুড়ার সাপগ্রাম মধ্যপাড়ার গুটু প্রামানিকের ছেলে স্বপন প্রামানিক (৩৯), আবুল কালাম আজাদের ছেলে হানিফ প্রামানিক (২৫) ও সিরাজগঞ্জের ঘুড়কা বেলতলার সাহেব আলীর মেয়ে সাথী খাতুন (২০)। এ সময় পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জলেশ্বরীতলাত ডেকান্স টাওয়ারের ১০তলা এবং ৯নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিনের বিল্ডিংয়ে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামাদি উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এবং মাদক আইনে মামলা দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।