• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ জ্বিলকদ ১৪৪৬

নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল সেনা সদস্যের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৪:৪৩ পিএম
নিজের রাইফেলের গুলিতে প্রাণ গেল সেনা সদস্যের

নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ভারতীয় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন একটি সেনা পোস্টে এই ঘটনা ঘটে।

মৃত সেনা সদস্যের বয়স ২৮ বছর ও তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। তিনি সীমান্তবর্তী ‘সারোজ বর্ডার আউটপোস্টে’ প্রহরীর দায়িত্বে ছিলেন। সেই সময় তার সার্ভিস রাইফেল থেকে গুলি ছুটে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঘটনার পরপরই পুলিশ ইনকোয়েস্ট (তদন্তমূলক) প্রক্রিয়া শুরু করেছে ও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ভারতের সশস্ত্র বাহিনীতে মাঝেমধ্যেই মানসিক চাপে আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলল।

নিরাপত্তাবাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপ, কর্মস্থলের কঠোর পরিবেশ ও পারিবারিক সমস্যা অনেক সময় আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়, যা প্রতিরোধে সামগ্রিকভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা।

Link copied!