• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অ্যাম্বুলেন্সে করে গাঁজা সরবরাহ করেন তিনি


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৪:৩০ পিএম
অ্যাম্বুলেন্সে করে গাঁজা সরবরাহ করেন তিনি

রাজশাহীতে রোগী সেজে অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহনের সময় গোলাম সারোয়ার জাহান (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। 

সোমবার (১৯ মে) ভোরে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোলাম সারোয়ার জাহান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, শহরের শিরোইল বাসস্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সে যাত্রীবেশি মাদক কারবারি গোলাম সারোয়ার জাহানকে আটক করা হয়। এসময় ছয় কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও একটি বস্তা উদ্ধার করা হয়েছে।

আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Link copied!