• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৩:১২ পিএম
সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবক আটক

পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আফিমসহ হ্লামং মারমা (৩৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছন।

হ্লামং মারমা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।

এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন হ্লামং মারমা। পরে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে হ্লামং মারমার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঘরের খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম আফিম জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

র‌্যাব কমান্ডার সাইফুল ইসলাম বলেন, হ্লামং মারমা একজন চিহ্নিত মাদক কারবারি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম সরবরাহ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!