পটুয়াখালী পৌর শহরের একটি পিস্তল, একটি শর্টগান ও ৪২ রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মুন্না (৪৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ১টায পুলিশ সুপারে কার্যলয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সাইদুল ইসলাম।
এর আগে, সোমবার (২০ নভেম্বর) রাতে পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আরামবাগ থেকে তাকে আটক করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, রোববার (১৯ নভেম্বর) রাতে মনিরুজ্জামান মুন্না আরামবাগ এলাকায় কাস্টম কর্মকর্তা এ কে এম কবির উদ্দিন (৭২) ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। মুন্না তার স্টিলের আলমারি ভেঙে লাইসেন্স করা পিস্তল ও শর্টগানসহ ঘরে থাকা বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। ওইদিন কবির উদ্দীন তার স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।
তার অভিযোগের ভিত্তিতে পুলিশ রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ নভেম্বর রাতভর অভিযান চালিয়ে মনিরুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মালামাল উদ্ধার করা হয়।
মনিরুজ্জামান মুন্না দীর্ঘদিন কাঠমিস্ত্রিসহ বিভিন্ন পেশায় জড়িত ছিলেন। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে ডে গার্ড হিসাবে মাস্টার রোলে চাকরি করেন।
এ ঘটনায় সোমবার পটুয়াখালী সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।