• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৫:৩০ পিএম
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে লাল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লাল মিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাচ্চু মেম্বরের ছেলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৩ মে উল্লাপাড়ার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের কাছে খবর আসে, উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাচ্চু মেম্বরের বাড়িতে হেরোইন বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ লাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

Link copied!