নওগাঁয় বাড়ছে শীতজনিত রোগ


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৯:৩১ এএম
নওগাঁয় বাড়ছে শীতজনিত রোগ

তীব্র শীতে নওগাঁয় বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ। জেলার ১১টি উপজেলায় ১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি  পর্যন্ত  ৩ হাজার ৭৫ জন ডায়রিয়া ও ৪৫৪ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এদের মধ্যে গত এক সপ্তাহেই ভর্তি হয়েছেন বেশি। চিকিৎসকরা বলছেন, শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে শীতজনিত রোগ।

নওগাঁ সদর আধুনিক হাসপাতাল সূত্র জানায়, ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৪০ জন ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৩৮ জন ভর্তি হয়েছেন।

নওগাঁ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চলতি মাসে জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ হাজার ৭৫ জন ডায়রিয়া ও ৪৫৪ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল ইসলাম বলেন, ‘ঠান্ডার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। তীব্র শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত এসব রোগ ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান বলেন, হিসাব করে দেখা গেছে যে ১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতাল মিলে প্রতিদিন গড়ে ৮০ জন রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এটাকে ঠিক প্রকোপ বলা যাবে না। তবে অন্যান্য বছরের চেয়ে এই সংখ্যা বেশি। তীব্র শীতই মূলত ডায়রিয়া ও নিউমোনিয়ার জন্য দায়ী। 

ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান বলেন আরও বলেন, ঠান্ডাজনিত রোগ প্রতিরোধের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের জন্য কম্বলের প্রস্তুতি রয়েছে।

Link copied!