• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:৩৫ পিএম
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি : প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটক ফেরদৌস খান (৪০) ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ।

স্থানীয়দের বরাতে আপেল মাহমুদ বলেন, “বিকেলে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে ফেরদৌস খানসহ তার ৫ বন্ধু মিলে গোসলে নামেন। গোসলের একপর্যায়ে ফেরদৌস খান অসুস্থতা বোধ করার কথা জানায় বন্ধুদের। এতে বন্ধুরা তাকে গোসল অবস্থা থেকে নিয়ে সৈকতের কিটকট চেয়ারে বসায়। এসময় তিনি অবচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে ফেরদৌস খানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আপেল মাহমুদ আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!