• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

১৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৮:৩৬ পিএম
১৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তারে করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. নুরুজ্জামানের ছেলে মো. নয়ন (৪৫), মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮)।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। উপজেলার বোয়ালী ইউনিয়নের ইন্দ্রারপাড় নামক এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা থামানো হয়। এসময় অটোরিকশায় তল্লাশী করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তিনজনকে আটক করে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Link copied!