• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৯:১১ এএম
এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে জেলেদেরে জালে ধরা পড়েছে সোয়া দুই কেজির একটি ইলিশ মাছ। 

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে মাছটি উপজেলার নাজিরপুর মাছ ঘাট থেকে ৭ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।

আড়তদার তসলিম বলেন, “শুক্রবার সকালের দিকে রাজ্জাক মাঝির ট্রলারের জেলেদের জালে তেঁতুলিয়া নদীতে ইলিশটি ধরা পড়ে। এরপর তারা মাছটি বিক্রির জন্য দুপুরে ঘাটে আনেন। আমার কাছে মাছটি ৭ হাজার ১০০ টাকায় বিক্রি করে জেলেরা। স্থানীয় কেউ এত বেশি দাম দিয়ে এই ইলিশ কিনবে না। তাই মাছটি লঞ্চযোগে ঢাকায় পাঠিয়েছি। সাড়ে সাত হাজার টাকা হলেই মাছটি বিক্রি করব।”

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, “নদীতে ডুবোচরের কারণে বর্তমানে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম থাকায় দামও অনেক বেশি। তবে আরেকটু ভালোভাবে বৃষ্টি নামলে নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম তুলনামূলক কমে যাবে।”

Link copied!