• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৯:১৬ পিএম
হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৫০) হত্যা মামলার প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন মিন্টুকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দিনাজপুর শহরের শহীদ ময়দান (বড়মাঠ) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন মিন্টু ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের আফসারাবাদ কলনীর মৃত গুলজার হোসেনের ছেলে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের দেড় বিঘা জমি নিয়ে প্রতিবেশী মোয়াজ্জেম হোসেন মিন্টুর সঙ্গে সেকেন্দার আলীর বিরোধ চলছিল। সকালে ওই জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন সেকেন্দার আলীর ছেলে আলামিন। পাশেই দাঁড়িয়ে ছিলেন আমেনা বেগম। এ সময় প্রতিবেশী মিন্টু কাজে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু চাকু দিয়ে আমেনা বেগকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন আমেনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, “ঘটনার পর থেকে মোয়াজ্জেম হোসেন মিন্টু পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে রোববার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে। এখন পর্যন্ত দু‘জন আসামিকে গ্রেপ্তার হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”

Link copied!