আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে আনতে সংলাপ হতেই পারে। যেকোনো সমস্যার সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হয়। সংলাপের দরজা আওয়ামী লীগ সব সময় খোলা রেখেছে। তবে সংবিধানের আলোকে সবকিছু হতে হবে।”
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের আগে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, “আগামী সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি অতীতের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনকে তা মোকাবিলা করতে হবে।”
বিএনপি অতীতেও আন্দোলনের কথা বলেছে, এখনও বলছে এবং ভবিষ্যতেও বলবে উল্লেখ তিনি আরও বলেন, “কিন্তু তারা কোনো আন্দোলনই করতে পারবে না। আন্দোলনের নামে তারা দেশের মানুষের জানমালের ক্ষতি করবে। কিন্তু আমরা তা হতে দেব না।”
কৃষিমন্ত্রী আরও বলেন, “যত আন্দোলনই করুক আমাদের ধারণা বিএনপি শেষ পর্যন্ত এবং অন্যান্য দলগুলোও নির্বাচনে অংশগ্রহণ করবে।”
আব্দুর রাজ্জাক যোগ করেন, “দেশে সময় মতো সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন অবশ্যই আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য হবে।”
সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন প্রমুখ।