• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৯:১৪ পিএম
পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে কলেজের সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন শাম্মী সুলতানা (১৮) নামের এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে উপজেলা রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শাম্মী ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত মিনজুর মোল্যার মেয়ে।

ওই শিক্ষার্থীর মা আলেয়া বেগম জানান, তার মেয়ে এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় খাতা পুনঃমূল্যায়নের জন্য শাম্মী সুলতানা কলেজে যায়। কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান তাকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন। ফরম পূরণে অস্বীকৃতি জানান। পরে সে কলেজের অফিস কক্ষ থেকে বের হয়ে গেটের সামনে গিয়ে গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার সহপাঠীরা বিষয়টি দেখতে তাকে উদ্ধার করে উপজেলার রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে।

এ বিষয় রাজপাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “ওই ছাত্রীর সঙ্গে আমার দেখা বা কথা কোনোটায় হয়নি। আমি পুলিশি পাহারায় ছিলাম। আমার সঙ্গে দেখা করার তো কোনো সুযোগই ছিল না। আমাদের প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন সে এখন সুস্থ আছে।”

Link copied!