• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রাজশাহীতে ৭৭ লাখ টাকা মূল্যের মূর্তি উদ্ধার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৭:৩৬ পিএম
রাজশাহীতে ৭৭ লাখ টাকা মূল্যের মূর্তি উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মূর্তিটির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

মতিউল ইসলাম মণ্ডল বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কে থাকা বেলপকুর চেকপোস্টে বাস তল্লাশি করা হয়। এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

Link copied!