• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী গ্রেপ্তার


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ১০:১২ এএম
অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী গ্রেপ্তার
মাধবদী থানা। ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে শ্বাসরোধ করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আরিফাকে (২০) হত্যার ঘটনায় স্বামী আবুল কালামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) অভিযান চালিয়ে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আবুল কালাম মাধবদীর উত্তর চরভাসানিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

এ ঘটনায় নিহত আরিফার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে আবুল কালামকে আসামি করে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এর আগে ২৮ ডিসেম্বর আরিফার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই স্বামী আবুল কালামের সঙ্গে আরিফার পারিবারিক কলহ চলছিল। আর এ কারণেই তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে কালাম। পরে একপর্যায়ে তিনি পালিয়ে যান। পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে গতকাল রাতেই ওই এলাকা থেকে তাকে আটক করে। আদালতে আবু কালাম এই হত্যার দায় স্বীকার করেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন,  আবুল কালামের সঙ্গে নিহত আরিফার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। আর এ কারণেই হয়তো তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিনি পালিয়ে যান। পরে পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে। আদালতে আবু কালাম এই হত্যার দায় স্বীকার করেন। নিহত আরিফা পাঁচ মাসের গর্ভবতী ছিল বলে জানায়।

তিনি আরও বলেন, তবে অন্তঃসত্ত্বার বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে এবং আসামিকে আজ জেল হাজতে পাঠানো হয়েছে।

Link copied!