• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ম্যাজিস্ট্রেট দেখে পালালেন পেঁয়াজ বিক্রেতারা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৬:৫২ পিএম
ম্যাজিস্ট্রেট দেখে পালালেন পেঁয়াজ বিক্রেতারা

চট্টগ্রামের মিরসরাইয়ে বাজারে পেঁয়াজের সংকট দেখিয়ে ২০০ টাকা কেজি বিক্রি করছিলেন বিক্রেতারা। ঠিক ওই সময় হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। টের পেয়ে বেশ কিছু বিক্রেতা দৌড়ে পালিয়ে যান। তবে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ১১ জনকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার বাড়বকুণ্ড ও কুমিরা বাজারে এ ঘটনা ঘটে।

জরিমানা করা দোকানগুলো হলো মন্নান স্টোর, জামাল স্টোর, খালেক স্টোর, করিম স্টোর, খাজা স্টোর, জাকির স্টোর, বিভু স্টোর, সাতকানিয়া স্টোর, খাজা স্টোর, মক্কা স্টোর ও ছিদ্দিক স্টোর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রাতে কুমিরা ও বাড়বকুণ্ড বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রির দায়ে ১১ দোকান মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “বাজারে কোনো সিন্ডিকেট চলবে না। যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!