• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০১:৩৫ পিএম
হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সকালে সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন গোলাঘাট হাওরে এ ঘটনা ঘটে। এ সময় মুকিদ মিয়া (২৫) নামের এক যুবক আহত হন।

রমজান উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে এবং মোকিদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামসহ কয়েকটি গ্রামের ১২ জন যুবক সকালে গোলাঘাট হাওরে ধান কাটতে যায়। ধান কাটা অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে বৃষ্টি ও প্রচণ্ড বাতাস শুরু হয়। হাওর থেকে নিরাপদে যাওয়ার পথেই বজ্রপাতে রমজান ও মুকিদ গুরুতর আহত হয়। এ সময় সহযোগীরা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মুকিদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বজ্রপাতে আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

Link copied!