• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

গুলিতে আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেছে বিএসএফ


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০১:১৭ পিএম
গুলিতে আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেছে বিএসএফ
ছবি : সংগৃহীত।

লালমনিরহাটের আদিতমারীর সীমান্তে গুলিতে আহত বাংলাদেশি যুবক লিটন মিয়াকে (১৯) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের দূর্গাপুর বিওপি ক্যাম্প সংলগ্ন ৯২৩ নাম্বার পিলারের কাছে ভারতের ৭৫ গজ অভ্যন্তরে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

আহত লিটন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল রহমানের ছেলে।

জানা যায়, ভারতের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা ওই বাংলাদেশি ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে।

স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য নবিকুল ইসলাম বলেন, গতকাল রাত থেকেই সীমান্তে বিজিবিসহ অপেক্ষা করছি। কিন্তু ভারতীয় বিএসএফ এখনো লিটনকে ফেরত দেননি। শোনা যাচ্ছে, তাকে ভারতীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো বিজিবি-বিএসএফ পর্যায়ে কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, গুলি ভারতের অভ্যন্তরে হয়েছে। আহত ব্যক্তি ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জেনেছি। সীমান্তে গুলির বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Link copied!