• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

বিচারকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১০:৪০ এএম
বিচারকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম মুহাইমিনা ইসলাম(২৯)।

স্থানীয়রা জানান, রাঙ্গামাটি শহরের পৌরসভা এলাকাধীন ৭নং ওয়ার্ড আলম ডক ইয়ার্ড এলাকার জনৈক রেজাউল করিমের ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, দুই শিশু সন্তান ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন রাঙ্গামাটি চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী।

সন্ধ্যায় হঠাৎ এলাকায় পুলিশের গাড়ি দেখে বিচারকের স্ত্রী আত্মহত্যার বিষয়টি সকলে জানতে পারেন।

এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহেদ উদ্দিন জানান,শহরের আলম ডক ইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ঘরে প্রবেশ করে দেখি মেঝেতে মরদেহ পড়ে আছে আর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে ওড়না।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Link copied!