• ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২, ৩ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যাটারির অটোরিকশা থেকে ব্যাগ আনতে গিয়ে মুহূর্তেই ঝরে গেল মা-মেয়ের প্রাণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১০:৫৮ এএম
ব্যাটারির অটোরিকশা থেকে ব্যাগ আনতে গিয়ে মুহূর্তেই ঝরে গেল মা-মেয়ের প্রাণ
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলেন নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 
 
স্থানীয় লোকজনের বরাতে নাচোল থানার ওসি মনিরুল জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ওসি মনিরুল আরও জানান, খবর পেয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!