• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:৩৯ এএম
মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ
ছবি : সংগৃহীত

নেত্রকোনার মৌগাতিতে পূর্ববিরোধের জেরে ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। নিহতদের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। এ ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এসময় ৬ জন আহত হন।

ওসি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Link copied!