• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৬:৪৬ পিএম
১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক আকন্দকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারেক আকন্দ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের এনামুল আকন্দের ছেলে। 

র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম জানান, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় পুরানাপৈল এলাকা থেকে তারেক আকন্দকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই রাতেই গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়। এরপর জামিন নিয়ে বের হয়ে আত্মগোপনে চলে যান তারেক। চলতি বছরের ২২ আগস্ট জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক তারেকের অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজার রায় প্রদান করেন। 

Link copied!