• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ফেসবুক স্টোরিতে লালনের গান, ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০১:২২ পিএম
ফেসবুক স্টোরিতে লালনের গান, ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
জেলার মানচিত্র

লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগের পর এক যুবককে আটক করেছে পুলিশ।

ওই যুবকের নাম সঞ্জয় রক্ষিত (৪০)। রোববার (২৮ এপ্রিল) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সঞ্জিত রক্ষিত উপজেলার মহিষার ইউনিয়নের মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে। তিনি সাজনপুর বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করেন।

ওই স্টোরির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি অবগত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সঞ্জয়কে আটক করে পুলিশ।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফেসবুক স্টোরি নিয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কায় সঞ্জয় রক্ষিতকে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Link copied!