• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ১১:৫৯ এএম
ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

থাইল্যান্ডে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ব্যাংকের ডন মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যকার সম্পর্ক মজবুত করার লক্ষ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত ২৪ এপ্রিল দেশটিতে সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের অংশ হিসেবে ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয় গভর্নর হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।

ওই দিন দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিসা ছাড়া ভ্রমণ, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতা আলোচনার মতো বিষয়ে পাঁচটি নথিতে সই করে দুই দেশ।

থাই প্রধানমন্ত্রী থাভিসিন আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার এ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।

সূত্র : বাসস

Link copied!