• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

পিরোজপুরে কালবৈশাখীর তাণ্ডব, নিহত ১


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ১২:৪৩ পিএম
পিরোজপুরে কালবৈশাখীর তাণ্ডব, নিহত ১
জেলার মানচিত্র

পিরোজপুরে কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় রুমি বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুবী বেগমের বাড়ি শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকারে ঢাকা পড়ে পিরোজপুর। এরপরই শুরু দমকা হওয়া। প্রায় ১৫ মিনিটের ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক জাহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “কালবৈশাখীতে পিরোজপুরে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বহু বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।”

জেলা প্রশাসক আরও জানান, ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ  বন্ধ রয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। 

Link copied!