• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

সংবাদ প্রকাশে প্রতিবেদন, ভাতিজাকে ফিরে পেলেন চাচা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ১০:০২ পিএম
সংবাদ প্রকাশে প্রতিবেদন, ভাতিজাকে ফিরে পেলেন চাচা

সংবাদ প্রকাশে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর হারিয়ে যাওয়া ভাতিজা সজীব কুমার দাসকে (২০) ফিরে পেয়েছেন চাচা।  

রোববার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে মানসিক ভারসাম্যহীন সজীবকে তার চাচার কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৮ মার্চ) ‘মানসিক ভারসাম্যহীন কিশোরকে নিয়ে বিপাকে পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেশীরা প্রতিবেদনটি দেখে তার চাচা নগেন চন্দ্র দাসকে জানান। এরপর তিনি গাইবান্ধা থেকে কুড়িগ্রাম সদর থানায় এসে যোগাযোগ করে ভাতিজাকে বাড়ি নিয়ে যান।

সজীব কুমার দাস গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামে মৃত লক্ষ্মণ চন্দ্র দাসের ছেলে।

সজীব কুমারের চাচা নগেন চন্দ্র দাস বলেন, “সজীবের বাবা নেই। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। সজীবের আরও দুই বোন আছে, তারাও প্রতিবন্ধী। খুব কষ্ট তাদের। গত তিনদিন আগে সজীব হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে প্রতিবেশীরা ফেসবুকে সংবাদ দেখে আমাকে জানায়। পরে আমি তাকে নিতে আসি।”

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, “মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে আজকে তার চাচার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে কুড়িগ্রাম শহরে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সজিব কোন কথা বলতে পারছিল না। পরে সংবাদ প্রকাশিত হওয়ায় তার চাচা এসে তাকে নিয়ে যায়।”

Link copied!