• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এক সদস্য গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৩:২৮ পিএম
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এক সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে মামুন অর রশিদ (২৭) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রোববার (১৬ এপ্রিল) রাতে বালিয়াপকুর এলাকার ফিরোজ আহমেদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামুন অর রশিদ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়াতা বিশ্রামপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে আর ৬-৭ জন সহযোগী পালিয়ে যায়। এছাড়া ওই বাড়ী থেকে সংগঠনের কাজে ব্যবহৃত প্রিন্টারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (ওসি) আফজাল হোসেন জানান, এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

Link copied!