• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২, ৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিনে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন, রাতে ডাকাতির চেষ্টা


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১২:২৫ পিএম
দিনে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন, রাতে ডাকাতির চেষ্টা
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ডাকাতিচেষ্টার অভিযোগে সহিদুল হক (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

ব্যাংকের নৈশপ্রহরী রাতের খাবার খেতে বের হন। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে ব্যাংকের আলো দেখতে পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজারসহ পুলিশকে জানান। একপর্যায়ে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় ব্যাংকের ভেতরে ঢুকে হাতেনাতে ওই যুবককে আটক করেন। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ সহিদুকে আটক করে রাতে থানায় নিয়ে যায়। 

আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার সতরু মোহাম্মদের ছেলে।

ব্যাংকের নৈশপ্রহরী আনিস বলেন, ‘রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর আলো দেখতে পাই। সঙ্গে কিছু একটা শব্দ আসতে থাকে। সাহস না পেয়ে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানাই। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে ওই ডাকাতকে দেখতে পাই।’ 

তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদ বলেন, ঘটনাস্থল থেকে একজন আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!