• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

পেকুয়ায় ট্রাকচাপায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:৫৯ পিএম
পেকুয়ায় ট্রাকচাপায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
সড়ক দুর্ঘটনা। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

কক্সবাজারের পেকুয়া চৌমুহনী এলাকায় লবণবাহী ট্রাকচাপায় আব্দু সালাম নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পেকুয়া চৌমুহনী ক্রেমলিন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দু সালাম পেকুয়া উপজেলা টৈটং ইউনিয়নের বকসুমোড়া গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।

স্থানীয় রেজাউল করিম বলেন, “এর আগে একবার দুর্ঘটনার কারণে তার পা কেটে ফেলতে হয়। তিনি পঙ্গু হওয়ার পরে মানুষের কাছে হাত না পেতে নিজেই টৈটং বাজারে একটি মুদি দোকানে কাজ করতেন।”

তথ্যটি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “নিহত আব্দু সালাম একজন প্রতিবন্ধী। তিনি রোববার দুপুরে রাস্তা পার হতে গিয়ে একটি মালবাহী ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

Link copied!