• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

জালে ধরা পড়ল ১৪০ কেজির চারটি পাখি মাছ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৯:০৭ পিএম
জালে ধরা পড়ল ১৪০ কেজির চারটি পাখি মাছ
জালে ধরা পড়া পাখি মাছ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় জেলেদের জালে চারটি পাখি মাছ বা সেইল ফিশ ধরা পড়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে আলীপুর মৎস্য অবতরণকেন্দ্রে এই মাছ চারটি নিয়ে আসেন ফারুক আকন নামের এক জেলে। পরে বন্দরের নাঈম নামের এক আড়তদার ২৫ হাজার টাকায় কিনে রাখেন। তখন মাছগুলো দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

জেলে ফারুক বলেন, “গত তিন দিন আগে সাগরে মাছগুলো জালে পেয়েছি। আজকে আলীপুর এসে বিক্রি করেছি। এগুলো বছরে দুই-একবার পেয়ে থাকি।“

আড়তদার নাইম বলেন, “এই মাছগুলো বেশ দ্রুতগতিসম্পন্ন। তাই অনেকে পাখি মাছ নামেও চিনে থাকেন। বছরের এই মৌসুমে মাছগুলো জালে ধরা পড়ে। বেশ সুস্বাদু হওয়ায় এ মাছের চাহিদা অনেক। আজ মাছ চারটি ২৫ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি ভালো দাম পাব।”

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংলিশ নাম সেইল ফিশ।

Link copied!