• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

পেট্রল বোমা ছুড়ে ট্রাকে আগুন


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ১১:৫৮ এএম
পেট্রল বোমা ছুড়ে ট্রাকে আগুন
আগুনে ট্রাকের সামনে অংশ পুড়ে যায়

দিনাজপুরের কাহারোলে ধানবোঝাই একটি ট্রাকে পেট্রল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালক ও হেলপার।

শনিবার (২ ডিসেম্বর) রাত ২টায় উপজেলার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা থেকে একটি ধানবোঝাই ট্রাক দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথে রামপুরা বাজার এলাকায় পৌঁছালে, তিনজন হেলমেট পরিহিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে  ট্রাকের গতিরোধ করতে সামনে থেকে ঢিল ছোড়ে। পরে ট্রাকের গতি কমলে তারা পেট্রল বোমা মেরে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনে অংশ এবং চালকের পায়ের কিছু অংশ পুড়ে যায়। একই সঙ্গে আহত হন ট্রাকের হেলপার। খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে চালক ও হেলপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানিয়েছেন, দুর্বৃত্তদের সন্ধান করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!