• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

নাটোরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০১:৪৯ পিএম
নাটোরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাব পুড়ে গেছে

নাটোর শহরের উপরবাজার এলাকায় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাব পুড়ে গেছে।

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৩টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে এলাকায় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা জানতে পারি, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা অফিসে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। আমাদের অফিসের বিদ্যুতের লাইন অন্য ঘর থেকে নেওয়া। রাতে অফিসের বিদ্যুতের লাইন বন্ধ থাকে। নাশকতা করার জন্য অফিসে আগুন দেওয়া হয়েছে।”

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Link copied!