• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

চা পাতার ন্যায্য মূল্য দাবি চাষিদের


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৪:০৬ পিএম
চা পাতার ন্যায্য মূল্য দাবি চাষিদের

পঞ্চগড়ে সবুজ চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র চাষিরা।

রোববার (৪ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে চাষিরা বলেন, এ বছর ‘চা পাতা মূল্য নির্ধারণ কমিটি’ প্রতি কেজি সবুজ চা পাতার দাম ১৮ টাকা নির্ধারণ করে। কিন্তু স্থানীয় চা প্রক্রিয়াজাতকরণ কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত সেই দাম কমিয়ে অর্ধেক পরিশোধ করছে। এছাড়া বিভিন্ন অজুহাতে সবুজ চা পাতার পঞ্চাশ শতাংশ বাদ দিয়ে বাকিটার দাম দিচ্ছে। এতে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে চা পাতার ন্যায্য মূল্য না পেয়ে জেলার অনেক চাষি বিকল্প লাভজনক ফসল চাষের পরিকল্পনা করছে বলেও জানান বক্তারা।

Link copied!