• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

দুই বছর সাজা এড়াতে ৭ বছর পালিয়ে


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৯:০০ পিএম
দুই বছর সাজা এড়াতে ৭ বছর পালিয়ে

বরগুনার বেতাগী উপজেলায় দুই বছরের সাজা এড়াতে সাত বছর পালিয়ে ছিলেন যৌতুক মামলার আসামি রাহাত মিয়া ওরফে ইবরাহীম (৪৫)। গ্রেপ্তারের পর বুধবার (১৮ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিকালে এ তথ্য নিশ্চিত করেন বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

রাহাত উপজেলার কালিকাবাড়ী ইউনিয়ন কাজিরাবাদ এলাকার মুমিন উদ্দীন হাওলাদার ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কালিকাবাড়ী এলাকা থেকে রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারা এই মামলার ২০১৫ সালে রায় হয়। দুই বছর তিন মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয় তার বিরুদ্ধে। সাজা এড়াতে সাত বছর পালিয়ে ছিলেন তিনি।

ওসি আনোয়ার হোসেন বলেন, ঢাকার আদালতে রাহাতের বিরুদ্ধে প্রথম স্ত্রী মামলা করেন। রায় হলে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। 

Link copied!