• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, গ্রেপ্তার ৪


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৮:০৯ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, গ্রেপ্তার ৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে  আলমগীর মাতুব্বর (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তাররা হলেন কাউসার মাতুব্বসহ (৫৫), সারোয়ার মাতুব্বর (৫০), সানু মাতুব্বর (৫৩) ও সিরাজুল ইসলাম সিরু (৫০)।

এর আগে সোমবার (১২ জুন) রাজধানীর রমনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে আলমগীর মাতুব্বরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ভাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে নিহতের পরিবার ও গ্রামবাসী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় অন্যান্য আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে নানা রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে নিহতের পরিবার।

গত ১৩ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলার পর কুপিয়ে হত্যা করা হয় আলমগীর মাতুব্বরকে (৬০)। এ ঘটনায় ৫৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মামলার ৪৫ জন আসামি এরই মধ্যে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। এখনো ৯ জন আসামি পলাতক রয়েছেন।

Link copied!