• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

কেন্দ্রে বসে সিল মারা যাবে না, কারণ বিদেশি পর্যবেক্ষক থাকবে : শাহজাহান ওমর


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৯:১৫ পিএম
কেন্দ্রে বসে সিল মারা যাবে না, কারণ বিদেশি পর্যবেক্ষক থাকবে : শাহজাহান ওমর
শাহজাহান ওমর। ফাইল ফটো

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, “আগামী ৭ জানুয়ারি সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। কেন্দ্রে বসে সিল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক থাকবে। তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরবে। সিল মারলে তারা ছবি তুলে ছড়িয়ে দেবে। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”

সোমবার (১ জানুয়ারি) বিকেলে লেবুবুনিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি সম্পর্কে শাহজাহান ওমর বলেন, “আমি আগে একটি দলে ছিলাম, সেই দলে আমার সিরিয়াল ছিল ১১। আমি কেন আওয়ামী লীগে আসছি জানেন? রাজনৈতিক দল যদি নির্বাচনে না গেলে দল টেকে না।”

তিনি বলেন, “নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা যড়যন্ত্র চলছে। তাই ৫ শতাংশ, ১০ শতাংশ বা ২০ শতাংশ ভোট পড়লে এই নির্বাচন অবৈধ বলে বিদেশি গণমাধ্যম ও বিরোধী পক্ষ প্রচার করবে। তাই কমপেক্ষ ৬০ শতাংশ ভোট কাস্ট হতে হবে।”

শাহজাহান ওমর আরও বলেন, “আপনারা একদিন নৌকায় সিল মারুন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবা দেব। আমি আপনাদের সেবক হতে চাই।”

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোবাহান খানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ।

Link copied!