• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৫:৩৭ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২২ অক্টবর) দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম একই এলাকার নোমান মিয়ার ছেলে। আহত জামিল হোসেন টোটারবাগ এলাকার রমজানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন জামিল বলেন, “জোকারদিয়া এলাকায় দোতলা ভবনের ছাদে কাজ করতে আমাদের নিয়ে যান ঠিকাদার আহমদ। শনিবার দুপুরে কাজ করার সময় ছাদের পিলারের একটি রডে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হই। এ সময় সেলিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আমাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সেলিম মারা যান।”

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রিন্টু চন্দ্র দে বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। পরিবার ও স্থানীয় প্রতিনিধিরা অনুরোধ করছেন ময়নাতদন্তে না পাঠাতে। তারা এভাবেই লাশ নিতে চান। তাই আমরা পুলিশ সুপারের অনুমতিক্রমে লাশ হস্তান্তর করার কথা বলেছি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!