দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) রাত আড়াইটায় উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের ধীরাশাইল গ্রামে এই ঘটনা ঘটে। জাহানারা বেগম একই ইউনিয়নের খানপুর ডাক্তারপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানার বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তিনি থাকতেন তার ছেলে ধীরাশাইল গ্রামের জাহাঙ্গীর আলমের। শুক্রবার রাত আড়াইটার দিকে পুরো বাড়িতে আগুন লেগে গেলে সবাই বের হতে পারে। কিন্তু জাহানারা বেগম বাড়িতে বের হতে পারেননি। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে জাহানারার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, জাহানারা বেগম দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।