• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জমি নিয়ে বিরোধে জোড়া খুন, গ্রেপ্তার ১


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৩:২৯ পিএম
জমি নিয়ে বিরোধে জোড়া খুন, গ্রেপ্তার ১

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে জোড়া খুন মামলার প্রধান আসামি মনিরুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১৩ অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ঘোড়াঘাট উপজেলার হায়দার আলী ও ওমর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৫ জানুয়ারি সকালে ওই জমিতে পানি দিতে যান হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও প্রতিবেশী ভাতিজা রাকিব হোসেন মণ্ডল (২২)। এ সময় ওমর আলীসহ কয়েকজন গালাগালি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে মিম ও রাকিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ওমর আলীসহ তার সহযোগীরা। এতে মনোয়ার হোসেন মিম ও রাকিব মারা যান।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় মিমের বাবা হত্যা মামলা দায়ের করলে র‌্যাব তদন্ত শুরু করে হত্যার মূল হোতা মনিরুল ইসলামকে কুড়িগ্রামের রাজীবপুর থেকে গ্রেপ্তার করে।

Link copied!